আপনি কি রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এবং সঠিক ওয়েবসাইটে প্রবেশ করেছেন কারণ এখানে আমরা রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং রূপালী ব্যাংক সম্পর্কিত যাবতীয় তথ্য আলোচনা করব।
রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি সহজ এবং কম খরচে আপনি আপনার একটি একাউন্ট খুলতে পারবেন। আপনি লেনদেনের ক্ষেত্রেও কম খরচ এবং বেশি সুবিধা পাবেন।
আজকের লেখায় আপনাদের জন্য থাকছে। রূপালী ব্যাংক একাউন্ট কত প্রকার, সঠিকভাবে রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, গুলো এবং ব্যাংক একাউন্ট খুলতে আপনার কত টাকা লাগবে।
আশা করছি রূপালী ব্যাংক একাউন্ট খোলা নিয়ে আপনার যত প্রশ্ন আছে এই লেখাটিতে সমস্ত কিছু পেয়ে যাবেন চলুন শুরু করি।
রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশের অন্যতম একটি সরকার নিয়ন্ত্রিত বাণিজ্যিক হল রূপালী ব্যাংক। যার কার্যক্রম চলছে বহু বছর আগে থেকেই, আর সেই ধারাবাহিকতায় তারা গ্রহণের জন্য তাদের ব্যাংকে একাউন্ট খুললে ভিন্ন ভিন্ন সেবা প্রদান করেন।
আরো পড়ুন: ইসলামী ব্যাংক লোন পদ্ধতি
বর্তমানে তারা বিশ্বস্ততার সাথে সুধু নয় দেশের বাহিরে ও সেবা দিয়ে যাচ্ছে আপনি অনলাইনে এবং অফলাইনে দুই ভাবেই ব্যাংক একাউন্ট খুলে তার সঠিক সেবা গ্রহণ করতে পারবেন।
রূপালী ব্যাংক অ্যাকাউন্ট কত প্রকার
রূপালী ব্যাংকে কত প্রকার একাউন্ট রয়েছে? গ্রাহকদের চাহিদের উপর ভিত্তি করে রূপালী ব্যাংক তাদের একাউন্ট গুলোর মধ্যে কিছু পরিবর্তন এনেছে। রূপালী ব্যাংকে একাউন্ট খোলার আগে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে।
আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান? কারণ গ্রাহক তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী টাকা রাখে। মূলত রূপালী ব্যাংক তিন প্রকার:
- রূপালী ব্যাংক সেভিংস একাউন্ট
- রূপালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
- রূপালী ব্যাংক ডি পিএস একাউন্ট
চলুন এক এক করে জেনে নেই উল্লেখিত রূপালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম গুলো কি? এবং আপনার রূপালী ব্যাংকে কোন ধরনের অ্যাকাউন্টে কত টাকা লাগবে? কি কি ডকুমেন্ট লাগবে একাউন্ট খোলার জন্য?
রূপালী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
- একাউন্ট ওপেনিং ফরম সংগ্রহ করতে হবে
- ২-কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র
- অথবা পাসপোর্ট ব্যবসায়িক হয়ে থাকলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি
- ইউটিলিটি বিলের ফটোকপি
- বয়স ১৮ বছরের বেশি হতে হবে
- নমিনির NID ফটোকপি ১ কপি ছবি
- রেফারেন্স হিসেবে যে ব্যক্তিকে নির্বাচন করতে চান
- তার আইডি কার্ডের ফটোকপি এবং তার এক কপি ছবি লাগবে
- ৫০০ টাকা ডিপোজিট করতে হবে
- একটি সচল মোবাইল নাম্বার
- বাছাইকৃত সাক্ষর, যা পরবর্তীতে টাকা উঠানোর কাজে লাগবে
উল্লেখিত কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ রূপালী ব্যাংকে চলে যান। ডকুমেন্টগুলো ব্যাংক কর্মকর্তাদেরকে দিন। তাদের মাধ্যমে একটি ফর্ম সংগ্রহ করে ফিলাপ করুন। এবং আপনার একাউন্টে সচল করুন।
রূপালী ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা
- রূপালী ব্যাংক থেকে লোন গ্রহণ সুবিধা
- খুব সহজেই সেভিংস একাউন্ট চেক ইস্যু
- ব্যাংকের অন্য যে কোন বেঞ্চে টাকা ট্রান্সফার
- সেভিংস অ্যাকাউন্টে আপনি ডেবিট কার্ড
- অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারবেন
- আনলিমিটেড করতে পারবেন
রূপালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
স্টুডেন্ট যেন তাদের ভবিষ্যতের জন্য ছাত্র থাকাকালীন অর্থ সঞ্চয় করতে পারে, সেজন্য রূপালী ব্যাংক তাদের জন্য অ্যাকাউন্ট তৈরি করার সুবিধা নিয়ে এসেছে। তা যা থেকে স্টুডেন্ট অনেক ধরনের সুবিধা পেতে পারেন।
চলুন জেনে নেয়া যাক একটি স্টুডেন্ট রূপালী ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগে ।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ।
- স্টুডেন্ট আইডি কার্ড ।
- অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকৃত সর্বশেষ বর্ষের স্লীপ।
- যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদ।
- আবেদনকারী 18 বছরের কম হলে অভিভাবকের এক কপি ছবি প্রয়োজন হবে ।
- স্টুডেন্ট একাউন্ট তৈরীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এইচএসসি হবে।
- এর উপরে শিক্ষাগত যোগ্যতা থাকলে স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন না ।
- তাহলে সেভিংস একাউন্ট খুলতে হবে।
- নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
- মাত্র ১০০ টাকা প্রয়োজন হবে ।
- একাউন্ট হোল্ডারের একটি স্বাক্ষর যেটি পরবর্তী লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
উল্লিখিত ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিকটস্থ রূপালী ব্যাংক শাখায় চলে যান। এবং তথ্যগুলো কর্মকর্তাদেরকে দিয়ে আপনার ব্যাংক একাউন্ট ওপেন করতে পারবেন।
রূপালী ব্যাংক স্টুডেন্ট একাউন্টে সুবিধা
- নিয়মিত সেভিংস একাউন্টের তুলনায় এতে আকর্ষণীয় সুদের হার পাবেন
- অনলাইনে লেনদেনের সুবিধা
- ফ্রি ডেবিট কার্ড সুবিধা
রূপালী ব্যাংকের ডিপিএস একাউন্ট খোলার নিয়ম
রূপালী ব্যাংকের ডিপিএস একাউন্ট হলো মাসিক কিস্তি ভিত্তিক সঞ্চয় স্কিম। অর্থাৎ এই প্রতিক্রিয়ায় রূপালী ব্যাংকের গ্রাহক ডিপিএস একাউন্টের টাকা সঞ্চয় করে থাকেন।
নির্দিষ্ট মেয়াদের জন্য এবং সেই টাকা উত্তোলনের সময় নির্দিষ্ট পরিমাণ মুনাফা পান। আপনি যদি রূপালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট করতে চান।
তাদের নির্দিষ্ট কিছু নিয়ম বা পদ্ধতি মেনে আপনাকে রূপালী ব্যাংকে একটি ডিপিএস একাউন্ট করতে হবে। যা নিম্নে উল্লেখ করা হলো:
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ।
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
- টিন সার্টিফিকেট এটি অপশনাল ।
- নমিনির পাসপোর্ট সাইজের ছবি ও এন আই ডি কার্ড এর ফটোকপি ।
- রেফারেন্স হিসেবে যে ব্যক্তিকে নির্বাচন করবেন ।
- তার এনআইডি কার্ডের ফটোকপি এবং তার এক কপি ছবি।
- রূপালী ব্যাংকের এই একাউন্টে 500 থেকে 5000 টাকা পর্যন্ত মাসে জমা দেওয়া যায় ।
- একাউন্ট হোল্ডারের স্বাক্ষর, সাক্ষটি পরবর্তীতে টাকা উত্তোলনের সময় কাজে লাগবে ।
- অ্যাকাউন্ট পরিচালনাকারীর ১৮ বছর হতে হবে।
রূপালী ব্যাংক ডিপিএস একাউন্ট খোলার সুবিধা
- মাসে যে কোন তারিখে কিস্তি দেওয়া যাবে
- ডিপিএস জয়েন্ট একাউন্ট হিসেবে কিংবা অপ্রাপ্তবয়স্কদের নামেও খোলা যাবে
- এক্ষেত্রে ওই অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ের লিগাল অভিভাবক
- এই একাউন্ট পরিচালনা করবে
- প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবেন।
- ডিপিএস অ্যাকাউন্ট খোলার আগে গ্রাহককে
- অবশ্যই একটি নিষ্পত্তি একাউন্ট খুলতে হবে
- পরপর দুই মাসে কিস্তি না দিলে তৃতীয় মাসে সামান্য জরিমানা সহ
- কিস্তি দিয়ে এই ডিপিএস চালিয়ে যাওয়া যাবে।
- একাউন্টের মেয়াদ শেষ হওয়ার আগে
- একাউন্ট হোল্ডারের মৃত্যু হলে মৃত্যুর দিন থেকে
- অবিলম্বে একাউন্ট বন্ধ হয়ে যাবে
- ১০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত প্রতি মাসে জমা রাখতে পারবে ।
- সরকারি কর প্রযোজ্য হবে।
- এই অ্যাকাউন্টটি 2/4/6এভাবে ধারাবাহিকভাবে বছর হিসেবে রাখতে পারবেন
- যারা এখানে দুই বছর মেয়াদী ডিপিএস একাউন্ট করবেন
- তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট দেওয়া হবে ১০.৫০ শতাংশ।
- চার বছর মেয়াদী একাউন্টের জন্য সুদের হার ১০ শতাংশ
- ৬ বছর মেয়াদী একাউন্টের জন্য সুদের হার পাবেন 9.50 শতাংশ।
রূপালী ব্যাংক মোবাইল ব্যাংকিং
রূপালী ব্যাংক তাদের গ্রাহকদের জন্য দিচ্ছেন অনলাইন মোবাইল ব্যাংকিং এর সুবিধা।
যেখানে আপনি আপনার রূপালী ব্যাংক একাউন্ট খোলার পর ব্যাংক লেনদেনের বেশ কিছু কাজ পরিচালনা করতে পারবেন ঘরে বসেই।
ঘরে বসে রূপালী ব্যাংক SureCash অ্যাপস দিয়ে একাউন্ট খুলতে পারবেন। রূপালী ব্যাংক SureCash অ্যাপসের মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
ব্যাংকে একাউন্ট করার সময় যদি আপনি রূপালী ব্যাংক SureCas অ্যাপস এর মাধ্যমে একাউন্ট করে থাকেন। তবে ব্যাংক আপনাকে একটি ওয়ালেট নাম্বার এবং একটি পিন নাম্বার দিবে।
যা আপনাকে এখানে লগইন করার জন্য ব্যবহার করতে হবে। আর যদি না করে থাকেন তাহলে জানতে সামনে পড়ুন।
গুগল প্লে স্টোর থেকে রূপালী ব্যাংকের অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনি চাইলে এটিতে আপনার সুবিধা অনুযায়ী ভাষা সিলেট করতে পারবেন।
এখন আপনি একটি একাউন্ট চেক করতে চান, তবে আপনাকে অবশ্যই মোবাইল ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনার অ্যাকাউন্ট নম্বর এবং বাকি ইনফরমেশন দিয়ে একাউন্টটি খুলুন।
যদি একাউন্ট রেডি হয়ে যায়, এবং একাউন্টে লগইন সম্পন্ন হয় তবে এখন আপনি হোম পেজে চলে আসুন। এখানে আসলে আপনি রূপালী ব্যাংক ব্যালেন্স চেক করার অপশন পেয়ে যাবেন।
রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
রূপালী ব্যাংক এর একাউন্ট চেক করার জন্য কোড ডায়াল করে, আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।
এর জন্য মোবাইলের কলিং অপশনে গিয়ে ডায়াল করুন
*459# এবং ডায়াল করুন।
5 লিখে সেন্ড করুন।
1 লিখে সেন্ড করুন।
আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স আপনি দেখতে পারবেন।
আরো পড়ুন: ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সর্বশেষ
বন্ধুগণ রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং যাবতীয় তথ্য আপনাদের সাথে এতক্ষণ আমরা শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়লে রূপালী ব্যাংকের যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন। কমেন্ট করে আমাদের কে আপনার মতামত জানাবেন।
Tag: রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,রূপালী ব্যাংক একাউন্ট চেক,সোনালী ব্যাংক একাউন্ট,পূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,রূপালী ব্যাংক শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম,ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে,সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,রূপালী ব্যাংক ডিপিএস,যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম,পূবালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।