নগদ একাউন্ট দেখার নিয়ম

0
173
নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Account Balance Check  – প্রিয় পাঠক আজকের আর্টিকেলে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার সঠিক নিয়ম বা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Account Balance Check

আমরা গুগলে বা youtube এ অনেক সময় সার্চ করি, কিভাবে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করব।

অনেকেই নতুন নগদ একাউন্ট খোলার পরে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে জানেনা! তাই তাদের জন্য আজকের আর্টিকেলটি।

বর্তমান বাংলাদেশের নগ দ মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এতে সেন্ড মানি ফ্রি করা যায় এবং ক্যাশ আউট চার্জও কম।

এবং নগদ একাউন্ট থেকে লেনদেন করা যায় সহজেই, বিভিন্ন অনলাইন শপিংয়ের পেমেন্ট সহ নগদে রয়েছে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি।

আপনার যদি এখন একটি নগদ একাউন্ট না করা থাকে তাহলে অবশ্যই এই লিংকে ক্লিক করে ঘরে বসেই একটি নগদ একাউন্ট খুলে ফেলুন।

নগদ একাউন্টে এখন থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন বিভিন্ন মোবাইলটি চার্জের অফার রয়েছে ক্যাশব্যাক অফার সহ আকর্ষণীয় মিনিট অফার এমবি অফার রয়েছে নগদে।

প্রিয় পাঠক বিকাশের পাশাপাশি বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং এর অন্যতম আরো একটি ট্রাস্টের এবং ভালো সার্ভিস প্রোভাইড করে নগদ বাংলাদেশ তাই আপনারা নগদে একাউন্ট করার পরে কিভাবে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করবেন তার সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য নিচে তুলে ধরা হলো।

নগদ একাউন্ট চেক করার নিয়ম

আপনার যদি একটি নগদ একাউন্ট থাকে তাহলে তার ব্যালেন্স দুইটি উপায়ে চেক করতে পারবেন নিচে দুইটি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

  • নগদ অ্যাপস
  • নগদ কোড ডায়াল

 

প্রিয় পাঠক, এই দুইটি উপায়ে আপনারা আপনাদের নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন বা নগদ একাউন্টের সমস্ত কার্যক্রম পরিচালনাও করতে পারবেন।

নগদ অ্যাপে নগদ একাউন্ট চেক করার নিয়ম

প্রিয় পাঠক, নগদের নিজস্ব একটি মোবাইল অ্যাপস রয়েছে যার নাম ‘Nagad’ । নগদের এই অ্যাপটির মাধ্যমে গ্রাহক বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করে থাকে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুবিধা হল, নগদ্যাপে গ্রাহক তার নগদ একাউন্টে থাকা ব্যালেন্স চেক করতে পারেন।

এখান থেকে একাউন্ট ব্যালেন্স চেক করা খুবই সহজ। একাউন্টে লগইন করার পর আপনি শুধুমাত্র এক ক্লিকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।

চলুন জেনে নেই কিভাবে নগদ অ্যাপে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করবেন।

 অ্যাপে নগদ একাউন্ট দেখার নিয়ম

 

  • প্রথমে আপনাকে গুগলের প্লেস্টোরে প্রবেশ করতে হবে
  • এবার সার্চ করুন Nagad App
  • এবার আপনার ফোনে ইন্সটল করুন
  • নিচের পিকচারটি তে পরবর্তী ধাপগুলো কিভাবে অনুসরণ করবেন তা স্ক্রিনশট আকারে দেওয়া হলো।

 

নগদ একাউন্ট চেক করার নিয়ম | Nagad Account Balance Check

আপনার নগদ নাম্বার এবং চার্ট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে সাইন কিনে ক্লিক করুন। আপনার সিমে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে। ওটিপি বসিয়ে লগইন করুন।

হয়ে গেল নগদ অ্যাপে আপনার একাউন্ট লগইন সম্পন্ন।

নগদ একাউন্ট আপনি ইসলামিক এবং নন ইসলামিক ভাবে ব্যবহার করতে পারবেন।

নিচের স্ক্রিনশটটিতে লক্ষ্য করুন Tap For Balance নামে একটি অপশন আছে, এই অপশন এর উপরে এক ক্লিক করলেই, আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন, নিচের পিকচারটির মত।

নগদ একাউন্ট চেক করার নিয়ম | Nagad Account Balance Check

নগদ অ্যাপ থেকে আপনি সকল প্রকার লেনদেন করতে পারবেন।

কোড ডায়াল করেন নগদ একাউন্ট দেখার নিয়ম

কোড ডায়াল করে নগদ ব্যালেন্স চেক করতে চাইলে প্রথমে *167#  ডায়াল করুন।

নগদ একাউন্ট চেক করার নিয়ম | Nagad Account Balance Check

নগদ ব্যালেন্স চেক করার জন্য My Nagad ( 7 ) অপশনে টাইপ করুন।

নগদ একাউন্ট চেক করার নিয়ম | Nagad Account Balance Check

এবার আপনার নগদের অবশিষ্ট ব্যালেন্স চেক করার জন্য 1 টাইপ করে send অপশনে ক্লিক করুন।

নগদ একাউন্ট চেক করার নিয়ম | Nagad Account Balance Check

নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য এবার আপনাকে আপনার নগদ একাউন্টের চার্ট সংখ্যার পিন ব্যবহার করতে হবে। পিন টাইপ করুন এবং Send অপশনে ক্লিক করুন।

নগদ একাউন্ট চেক করার নিয়ম | Nagad Account Balance Check

ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার নগদের বর্তমান অবশিষ্ট ব্যালেন্স দেখানো হবে।

হয়ে গেল কোড ডায়াল করে নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম। আশা করি এই নিয়মটি ফলো করলে আপনারা খুব সহজেই আপনাদের নগদ একাউন্টের ব্যাল েন্স চেক করতে পারবেন।

পাশাপাশি অন্য অপশন গুলো অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত অপশন গুলোর মাধ্যমে নগদের অন্যান্য সেবাগুলো গ্রহণ করতে পারবেন।

কোড ডায়াল করে নগদ ক্যাশ আউট করার নিয়ম

 

  • প্রথমে *167# ডায়াল করুন
  • ক্যাশ আউট করতে 1 টাইপ করুন, সেন্ড করুন
  • এজেন্ট নম্বর লিখুন সেন্ড করুন
  • টাকার পরিমাণ লিখুন
  • আপনার নগদ পিন নাম্বার দিয়ে সেন্ড করুন

 

ব্যাস আপনার নগদ একাউন্ট থেকে এজেন্টে ক্যাশ আউট করা হয়ে গেল। আপনি যে নগদ এজেন্ট এর কাছে টাকা সেন্ড করেছেন তার কাছ থেকে টাকা সংগ্রহ করুন।

সর্বশেষ: আপনার নগদ একাউন্ট চেক করতে আপনি একাধিক নিয়ম অবলম্বন করতে পারবেন। আপনি চাইলে একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন নগদ মোবাইল অ্যাপসের মাধ্যমে।

আবার একাউন্ট চেক করতে পারবেন নগদের যে মেনু কোডটি আছে তা ডায়াল করার মাধ্যমেও। তবে নগদ অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করাটা তুলনামূলক অনেক সহজ। এখানে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন শুধুমাত্র অ্যাপ লগইন করার পর একটি ক্লিক করেই।

আর কোড ডায়াল করে ব্যালেন্স দেখাটা অনেকের জন্য কিছুটা কঠিন হতে পারে তবে দুটির কোনটি তেমন কোন কঠিন অপশন নাই।

প্রিয় পাঠক, এই নিয়মটি সম্পন্ন নগদের অফিসিয়াল আমরা আমাদের ব্যক্তিগত লাইফে এই নিয়ম অবলম্বন করে আমাদের নগর অ্যাকাউন্ট এর ব্যালেন্স এবং লেনদেন করে আসছি তাই সহজে আপনাদের নিয়মটি দেখানো হলো। আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ।

 

 

Google search keywords: নগদ একাউন্ট খোলার পদ্ধতি,নগদ একাউন্ট দেখার নিয়ম,নগদ একাউন্ট কার নামে,নগদ একাউন্ট খোলার নিয়ম 2023,নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম,কার নামে নগদ একাউন্ট,নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা,নগদ একাউন্ট খোলার নিয়ম,নগদ একাউন্ট কার নামে রেজিস্ট্রেশন,নগদ একাউন্ট চেক,নগদ একাউন্টে nid কার,নগদ একাউন্ট ব্যালেন্স চেক,কিভাবে নগদ একাউন্ট করব,নগদ একাউন্ট খোলার পদ্ধতি apps দিয়ে,নগদ একাউন্ট দেখার নিয়ম,নগদ একাউন্ট,নগদ একাউন্ট কার nid দিয়ে খোলা চেক করার উপায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here